রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

কেশবপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাছরিনের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২০ জন উদ্যোক্তার মাঝে ২০ লাখ টাকা প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর ও যশোর জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com