বানিজ্য মন্ত্রলালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে রংপুর জেলা কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক মোছা: আফছানা পারভীনের নেতৃত্বে হারাগাছ মেট্রোথানার চওড়াহাটের বিনওঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ১টি প্রতিষ্ঠানকে বিএসটিআই কর্তৃক অনুমোদন সনদ না থাকায়, নকল ও ভেজাল শিশু কোমল পানীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উক্ত প্রতিষ্ঠানকে সতর্কতা মূলক বার্ত প্রদান করা হয়। পরে প্রশাসন, ক্যাব, সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়। ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন হারাগাছ মেট্রোপলিটন থানার পুলিশ টিম। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাচলের জন্য এলাকার পথচারী ও জনসাধারণকে অবহিত করেন, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।