শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

ইতালিতে করোনায় মৃত সংখ্যা ৩০২০১

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী , মহামারি করোনাভাইরাসে ইতালিতে এ পর্যন্ত ৩০ হাজার ২০১ জন মারা গেছেন। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুক্রবারের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সেখানে এক হাজার ৩২৭ জনের শরীরে এই রোগ সংক্রমিত হয়েছে। এতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ১৮৫ জনে।

গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে করোনার প্রকোপ দেখা দিলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম লকডাউন আরোপ করে ইতালি। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও স্পেনের পরেই দেশটির অবস্থান। মৃতের সংখ্যার বিবেচনাতেও দেশটির অবস্থান তৃতীয়। মৃত্যুর সংখ্যায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। এর পরেই রয়েছে যুক্তরাজ্য।

অর্থনীতিকে সচল করতে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com