ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউপি চেয়ারম্যান ও ইউ.পি সচিবের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদে বুধবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত ২৩ আগস্ট দৈনিক উষার বানী ও প্রতিদিনের কাগজ পত্রিকায় বালিখাঁ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু ও ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ পেলে গতকাল বুধবার ইজিপিপি প্রকল্পের শতাধিক নারী পুরুষ শ্রমিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু। ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, মঞ্জুরুল হক,জমসেদ আলী, রায়হান, পারভী আক্তার, আনোয়ারা বেগম, হামিদা খাতুন ও শ্রমিক জহুরা খাতুন, জালাল মিয়া, হোসেন মিয়া, কুলসুম আক্তার, জমিলা খাতুন প্রমূখ। শ্রমিকরা বক্তব্যে বলেন আমরা প্রকল্পের কাজ করেছি কাজের টাকা আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি কোন প্রকার দুর্নীতি হয়নি। চেয়ারম্যান রেজাউল করিম দুদু বক্তব্যে বলেন সামনে নির্বাচন আসন্ন বলে লোকজন বলে বেড়াচ্ছে যদি মাননীয় প্রধানমন্ত্রী নৌকা আমাকে দেয় আবারও বিপুল ভোটে নির্বাচিত হব, জনপ্রিয়তা দেখে কিছু বিরোধী লোক ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায়। আমি মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।