জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প “একটি বাড়ি একটি খামার” ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রুগীদের সেবা দানের লক্ষে উন্নত মানের অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পল্লী সঞ্চায় ব্যাংক কার্যালয়ে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পল্লী সঞ্চায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। পরে উপজেলা পল্লী সঞ্চায় ব্যাংকের ব্যাবস্থাপক সমীর কৃষ্ণ হালদার এর বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যাবস্থাপক মো. মারুফ হোসেনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।