দেশ গঠনে যুবলীগ নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত নবজাতক বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা চেয়েছিলেন “সোনার মানুষ”। যুবলীগ নেতাকর্মীদের সেই সোনার মানুষ হতে হবে। বুধবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।
পরশ বলেন, দেশের যুব সমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুব সমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।
এদিকে বুধবার ২৫ আগস্ট বিকাল ৫টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন সংলগ্ন বালুর মাঠে তুরাগ থানা যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার সব শহীদ-স্মরণে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ৫০০ অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে। তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক শ্রী নিত্য চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, মানব সেবাই রাজনীতির মূল অনুষঙ্গ। শোকাবহ এই আগস্ট মাসে যুবলীগ নেতাকর্মীরা করোনার এই মহাসংকটে মানব সেবায় আত্মনিয়োগ করেছে। আর অন্যদিকে বিএনপি জামায়াত করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র। দেশের জনগণকে নিরাপদ রাখতে যুবলীগ নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে সদা সজাগ থাকতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন প্রমুখ।