জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন বলেছেন, বিজ্ঞান সম্মত এবং পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটা তাজা করণে প্রানী আমিষের চাহিদা পূরণ করবে। অন্যদিকে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। স্বাস্থ্য বিধি মেনে ২৫ আগষ্ট বুধবার এমবিএসকে’র মিলনায়তনে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- ঢাকা’র সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) পরিবেশ বান্ধব উপায় গরু মোটা তাজা করণ উপ-প্রকল্পের আওতায় অবহিতকরণ প্রারম্ভিক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। “ পুজিঁ অল্প মুনাফা বেশী- করবে নিশ্চিত খামারীর হাসি” এই স্লোগানকে সামনে রেখে প্রারম্ভিক কর্মশালায় সভাপতিত্ব করেন এমবিএসকে নিবার্হী প্রধান মোসাঃ সুলতান রাজিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত প্রানী সম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি ও জেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ আব্দুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র উপ-নিবার্হী প্রধান মোঃ মোর্শারফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সফল খামারী মোছাঃ জয়বুন নাহার। বিষয়বস্তু নিয়ে সার্বিক আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ আখতারুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার উপেন্দ্রনাথ রায়। সভাপতির বক্তব্যে মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন বলেন, রোগ মুক্ত বিজ্ঞান সম্মত ও পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটা তাজা করণে পারিবারিক অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সার্বিক উন্নয়ন ঘটবে।