বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

মতলবের উন্নয়নে সকলের সহযোগিতা চাই -পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, চাঁদপুর তথা মতলবের উন্নয়ন বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন করছেন। তারই অংশ হিসেবে মতলব তথা চাঁদপুরের উন্নয়ন হবে। সকল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সকলের সহযোগী চাই। বুধবার সকালে চাঁদপুরের মতলব উত্তরের গালিমখা বেরীবাঁধের উপর এক পথসভায় এসব কথা বলেন মন্ত্রী। প্রতিমন্ত্রী ড. শামছুল আলম আরও বলেন, দেশের বড় বড় প্রকল্পগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব কাজ মনিটরিং করছেন। তিনি বলেন ঢাকার সাথে মতলব তথা চাঁদপুরের যোগাযোগ আরো সহজ করতে কালীপুর-ভবেরচর ব্রীজ করা হচ্ছে। ব্রীজের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ইউএনও গাজী শরিফুল হাসান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পশ্চিম ইসলামাবাদ নিজ বাড়িতে অবস্থান শেষে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com