সরকারী নির্দেশনা অনুযায়ী শোকের মাসে কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎসংযোগ প্রত্যাশী গ্রাহকদের আবেদন ছাড়াই এখন বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। দেবিদ্বার জোনাল অফিস (কুমিল্লা পবিস-১) ১০টি পরিবারকে আবেদনের সাথে সাথে আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। তবে এই সেবা চলবে আগষ্ট মাস ব্যাপী। ‘আলোর ফেরিওয়ালা’ ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে ভ্যান গাড়িতে মিটার, তার ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে লাইনম্যানরা প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে ছুটছেন। গতকাল দুপুরে পৌর এলাকার গুনাইঘর এলাকায় গ্রাহক নাহিদ ফারহানা আক্তার এর বাড়িতে বিদ্যুৎ সংযোগ এর এই দৃশ্য চোখে পড়ে। যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’ ব্যানার লাগানো ভ্যান। ঘরে ওয়ারিং করা থাকলে কোনো ঝামেলা ছাড়াই সংযোগ ফি ও জামানত বাবদ গ্রাহককে তাৎক্ষণিক মাত্র ৫৫০ টাকা পরিশোধে রশিদের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎসংযোগ দেয়া হচ্ছে। দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী জানান, এই শোকের মাস কে শক্তিতে রুপান্তিত করে বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে নতুন গ্রাহকদের বিনামূল্যে খুঁটি, তার ও অন্য সরঞ্জাম প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আমরা শতভাগ সংযোগ প্রদান করতে সক্ষম হয়েছি। তবে তাৎক্ষণিক এই বিদ্যুৎসংযোগ কার্যক্রম আগষ্ট মাসব্যাপী চলবে।