বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি ‘ এই স্লোগানকে সামনে রেখে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট জেলা মৎস্য অফিস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, প্রেসক্লাব সদস্য জাহিদুল খান সৌরভ। মত বিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, প্রতিবছরের মত এবারও জেলা মৎস্য অফিস ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর ৭ দিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ২৮ আগষ্ট শনিবার ১ম দিন জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে জেলা/উপজেলায় মাইকিং ও ব্যানার, ফেস্টুন এর মাধ্যেমে প্রচারনা এবং সাংবাদিকদের সাথে মত বিনিময়। ২৯ আগষ্ট রবিবার ২য় দিন জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরসমূহ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্তি। স্থানীয় পর্যায়ের সফল মৎস্যচাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩০ আগষ্ট সোমবার ৩য় দিন প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। ৩১ আগষ্ট মঙ্গলবার ৪র্থ দিন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা। ১ সেপ্টেম্বর বুধবার ৫ম দিন পুনরায় উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা। এছাড়াও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ৬ষ্ঠ দিন  সুফল ভোগীদের প্রশিক্ষণ/বিভিন্ন উপকরণ বিতরণ যেমনঃ বৈধ জাল, এআইজিএ-বিকল্প কর্ম-সংস্থানের উপকরণ, মৎস্য খাদ্য, চুন, সার, খৈল ইত্যাদি। ৩ সেপ্টেম্বর শুক্রবার ৭ম ও সমাপনী দিনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা। মত বিনিময় সভার সমাপনী বক্তব্যে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা মৎস্য চাষীদের সঠিক পরামর্শ দিয়ে সবমসময় সহযোগীতা করে থাকি। এছাড়াও জুরুরী সেবা ও পরামর্শ দিতে আমরা  প্রত্যেক ইউনিয়ন পরিষদে ব্যানার টানানো আছে। যেখানে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোন মৎসচাষী সেবা গ্রহন করতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com