ওবায়েদুল কাদের বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।’
শনিবার (৯ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের এবারের ঈদের (ঈদুল ফিতর) কেনাকাটা না করে এর অর্থ অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন বাস্তবতায় দেশ পার করছে কঠিন সংকটকাল। এ পরিস্থিতিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র কর্মহীন জনগণের মাঝে বণ্টনের আহ্বান জানাচ্ছি। এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় নিজেদেরকে অসহায় জনগণের সঙ্গে একাত্ম করতে।’
করোনাকালে পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের সহিংসতা করোনা বিস্তারে সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এমআর/প্রিন্স