সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে পথে-প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নিয়ে মিথ্যাচারে এলাকাবাসীর ক্ষোভ দুই যুগ ধরে কুইচা বিক্রি করে চালাচ্ছেন সংসার শতভাগ পাস : পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্য ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি সেরা সংগঠনের পুরস্কারে ভূষিত মৌলভীবাজারে প্রতীকী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে ঘড়–য়া গ্রামের পন্ডিত সারদা-অন্নদা শহীদ দিবস পালণ সাদা মনের মানুষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হক গাইবান্ধায় রেলের যাত্রীসেবা বাড়াতে বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের দুর্ভোগ

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা এবং বিশেষ করে শিশুদের দুর্ভোগ ক্রমশ ঝুঁকির দিকে যাচ্ছে। ২৯ আগষ্ট’২১ মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২৮ নম্বর কক্ষের সামনে সরেজমিনে গেলে দেখা যায়, ১৫-২০জন মা তাদের অসুস্থ শিশু সন্তানদের কোলে নিয়ে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ডাক্তারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। অবশেষে সাংবাদিকদের হস্তক্ষেপে দুপুর বারোটার দিকে তারা জানতে পারেন ১২৮ নম্বর কক্ষে কোন ডাক্তারই বসবেন না। অথচ এই কথাটুকুও মেডিকেলের পক্ষ থেকে তাদেরকে বলা হয়নি। অসুস্থ শিশুদের নিয়ে দীর্ঘ তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুল কবিরের কাছে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার/হিসাবরক্ষক মোস্তাকিম জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল কবির ২ সেপ্টেম্বর’২১ পর্যন্ত ছুটিতে রয়েছেন। উনার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন ডাঃ জাহিদ সাহেব। জাহিদ সাহেবের কাছে জানতে চাইলে উনি জানালেন, তাকে করোনার দায়িত্ব দেয়া হয়েছে। আর কিছু তার জানা নেই। এবারে ক্যাশিয়ার/হিসাবরক্ষক মোস্তাকিম কথা পরিবর্তন করে জানালেন, দায়িত্বে¡ রয়েছেন ডাঃ ইসমাইল সাহেব। ডাঃ ইসমাইল সাহেব কোথায়(?) জানতে চাইলে ক্যাশিয়ার জানালেন, ইসমাইল সাহেব অসুস্থ বিধায় মেডিকেলে আসেননি। এভাবেই একের পর এক নানা টালবাহানা করতে থাকেন ক্যাশিয়ার/হিসাবরক্ষক মোস্তাকিম। প্রকৃত পক্ষে ২৯ আগষ্ট’২১ রবিবার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঝিবিহীন নৌকার মতই ঘুরপাক খেতে থাকে। ন্যুনতম শৃঙ্খলাও ওই দিন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লক্ষ্য করা যায়নি। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল কবির নানা অজুহাতে অফিসে আসেন না। মেডিক্যাল কোয়ার্টারে থাকার বাধ্যবাধকতা থাকলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল কবির থাকেন রাজশাহী জেলা শহরে। অন্যান্য ডাক্তারের মেডিকেল কোয়ার্টারে থাকা বাধ্যতামূলক হলেও কোয়ার্টারে কোন ডাক্তার থকেন না। মেডিকেলের কোয়ার্টারগুলো ডাক্তাররা ছেড়ে গেলেও মাকড়সারা কোয়ার্টার ছেড়ে যায়নি। জাল বুনে বুনে সাদায় সাদায় গুছিয়ে রেখেছে মেডিকেল কোয়ার্টার। ডাঃ আরিফুল কবির-এর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি সরকারী এ্যাম্বেুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। অভিযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তিনি কারো মোবাইল রিসিভ করেন না। মোহনপুরের নেতৃস্থানীয় দায?িত্বশীল একজন জনপ্রতিনিধি জানালেন, তিন দিনে দশ বারেরও বেশি মোবাইল করলেও ডাঃ আরিফুল কবির মোবাইল রিসিভ করেননি। তার সঙ্গে কথা বলার জন্য পার্সোনাল মোবাইল নম্বরে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এমন সমস্যা সহ অন্যান্য কারণে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে। এই পরিস্থিতিতে উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন মেডিকেলে সেবা নিতে আসা ভুক্তভোগীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com