নরসিংদী মনোহরদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজহাতে গড়া সুন্দর মনোরম একটি ছাদবাগান। যেখানে রয়েছে বিভিন্ন জাতের ফল ও ফুলের সমাহার। মাল্টা, লেবু, জাম্বুরা গাছগুলোতে এখন ফলে ফলে পরিপূর্ণ হয়ে শোভাপাচ্ছে স্কুলটির ছাদে। কিন্তু করোনা অতিমারির কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠাণ বন্ধ থাকায় শখের বাগানটি কেমন আছে তা দেখতে মনকে নাড়া দিত প্রায়ই। এসাইনমেন্ট ও রেজিষ্ট্রেন সংক্রান্ত কাজে স্কুলে এসে শিক্ষার্থীরা পাগলের মতো ছুঠেযায় তাদের নিজ হাতে গড়া শখের ছাদবাগান দেখতে। ফলে ফলে ভরপুর শখের বাগানটি দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে তারা। এমনটাই জানান স্কুলে আসা শিক্ষার্থীরা। দেশের সকল বিদ্যালয়েরই পরিত্যাক্ত ছাদ রয়েছে। কিন্তু গরমের দিনে প্রখর রৌদ্রের তাপ থেকে রক্ষার উপায় এবং তাতে ফল-ফুলের সমাহারে সুন্দর দর্শনীয় একটি বাগান হতে পারে সেটা অনেকেই ভাবেনি। কিন্তু তা করে দেখালেন এই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এটা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান তৈরির মডেল হিসেবে নেয়া যেতে পারে। বাগান দেখতে প্রায়ই আসেন বহু শুভাকাঙ্খী ও দর্শক। যারা প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্ভাবন ও ডায়নামিক প্রধান শিক্ষক আব্দুল কাদির মৃধার এমন উদ্যোগে হন অভিভূত। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির মৃধা বলেন, শিক্ষার্থীদের রোদ্রের প্রখরতা থেকে রক্ষা, বাড়ীর আঙ্গিনায় ও ছাদে বাগান করতে শিক্ষার্থীদের উদ্ভোদ্ধ করা, অক্সিজেন এর ঘাটতি পূরণ, সৌন্দর্য বৃদ্ধিতে অনেকটা শখের বশেই ছাদবাগানের পরিকল্পনা। প্রথমে স্কুল ভবনের একটি ছাদে বাগান করে সফলতা পেয়ে মুজিব শতবর্ষে আরও পাঁচশত ফল, ফুল, ঔষধি ও বনজ বৃক্ষের চারারোপণ করা হয়েছে বাকি ছাদসহ স্কুল আঙ্গিনায়। এখনো পরিত্যাক্ত স্থানগুলোতে চারা রোপণ চলমান। কিশোরগঞ্জ হতে বাগান দেখতে আসা শিক্ষক এম্বাসেডর আনোয়ার উদ্দিন হিরন জানান, ছাদ বাগান দেখতে গিয়ে শিক্ষার্থীদের মতো আমিও আত্মহারা হয়ে গিয়েছিলাম। ছাদ বাগানে ফল ফলিয়ে চ্যানেল আই এর শাইখ সিরাজ স্যারের প্রতিবেদনে স্থান পাওয়া একজন শিক্ষকের জন্য অনেক কঠিন। একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই কঠিন কাজটি করতে পেরেছেন। বিদ্যালয়ের সভাপতি মো. লুৎফর কবির মৃধা বলেন, বৃক্ষের প্রতি প্রেম আর বৃক্ষ সংরক্ষণ দরদ সবার হৃদয়ে জন্মে না। তা স্কুল পাগল উদ্ভাবনী প্রধান শিক্ষক আব্দুল কাদির মৃধার হৃদয়ে জন্মেছে। স্কুলে চারারোপণ ও বাগান পরিদর্শন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও এটুআই সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসাইনসহ দেশের বিভিন্ন স্থান হতে সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আইসিটি এম্বাসেডর শিক্ষক, প্রতিষ্ঠাণ প্রধান। পরিদর্শনে এসে ফলে ফলে ভরপুর এমন মনোরম ও সু-সজ্জিত বাগান দেখে অতিথিরা অনেকেই মনে করেন এমন একটি সৃজনশীল উদ্ভাবনী কাজের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার যোগ্য এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।