সিরাজগঞ্জের রায়গঞ্জে ২নং সোনাখাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২ শত ৯৩ টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘর পাওয়া এসব পরিবার গুলোতে বইছে খুশির আমেজ। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে বাশাইল গ্রামের মোছাঃ তাহমিনা খাতুনের সাথে কথা বললে তিনি জানান জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন সতায়ু দান করেন। তিনি আমাদের মাথা গোজার ঠাই করে দিয়েছেন। বন্দিহার গ্রামের আরিফ হোসেন ও জিন্নাহর বাড়ীতে গেলে এক প্রশ্নের জবাবে তিনি জানান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু মোস্তফা কামাল রিপনের ঘর দেওয়ার ক্ষমতা আছে নাকি? ঘর দিয়েছেন দেশ রতœ শেখ হাসিনা, বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। চেয়ারম্যান শুধু তালিকা প্রদান করেছেন, ঘর দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের নাই। কাজেই ঘর দেওয়ার নামে টাকা উত্তোলন প্রশ্নই ওঠে না। আটঘরিয়া গ্রামের বিমাল চন্দ্র ও করিয়া গ্রামের বিপুল ও অপূর্ব এবং বাসাইয়ের রজমান আলী বলেন আমাগো চাহিদার শেষ নাইকা, দিবার পারলি ভাল না দিবার পারলি মন্দ। আবুহেনা মোঃ মোস্তফা কামাল রিপন জানান, আসলেতো কথা ঠিক। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ঘর দেওয়ার মালিক প্রধনমন্ত্রী আর বস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমার কোন দায় নাই। আমি শুধু তালিকা প্রেরণ করেছি।