শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

জয়পুরহাটে ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার-৪

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে ইজিবাইক চালক হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত ২৭’ই আগষ্ট সকাল আনুমানিক ৬.০০ ঘটিকার দিকে পাঁচবিবি উপজেলাস্থ কুসুম্বা ইউনিয়নের ছালাখুর নামক গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। এই সংক্রান্তে পাঁচবিবি থানায় মামলা নং-৫৬ তারিখ-২৭’ই আগষ্ট ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবার দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), ইশতিয়াক আলম এর নেতৃত্বে মোঃ শাহেদ আল মামুন,ওসি ডিবি এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেবসহ দুইটি আভিযানিক টিম অপরাধীদের সনাক্তের জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। পাঁচবিবি থানায় মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে নিবিড় তদন্ত ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়।উদঘাটিত তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি উদ্ধার পূর্বক গ্রেফতার কৃত আসামীরা হলেন উপজেলার লাটপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে দিলজার মুন্সি(৪০) ও মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল হাই(৪০) নাকুরগাছি গ্রামের আহারুল ইসলামের ছেলে জুয়েল হোসেন(৩৫) এবং গুনাইমাগুরা গ্রামের আঃ করিম শেখের ছেলে আল আমিন(২৭) সর্ব থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। গ্রেফতারকৃতদের অপরাধ রেকর্ড পর্যালোচনায় জানা যায়, তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও হাকিমপুর এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ এলাকার ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র আছে। তারা নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে শ্বাসরোধ পূর্বক হত্যা করে সিএনজি ও ইজিবাইক ছিনতাই করে থাকে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন ইজিবাইক চালককে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে রবিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com