স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ থাকলেও পরিবেশবাদী দাবিকারী কেউ কেউ সাফারি পার্কের বিরুদ্ধে স্থানীয় জনগণকে উস্কানি দিচ্ছে, ষড়যন্ত্র করছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জুড়ীর লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হবে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এসব কথা বলেন।
বনমন্ত্রী বলেন, বন ও বন্যপ্রাণী সুষ্ঠুভাবে সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হবে। সকলের জন্য কল্যাণকর ব্যবস্থা রেখে, স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ না করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, লাঠিটিলায় সাফারি পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বনমন্ত্রী বলেন, হাকালুকি হাওরের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানির ধারণক্ষমতা বাড়ানো হবে। ফলে পানির সমস্যা দূর হবে। মাছের পরিমাণ বাড়বে। মৎস্যজীবীরাও মৎস্য চাষ করতে পারবেন। এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই এলাকার সার্বিক পরিবেশ ভালো করার জন্য স্থানীয় প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।