বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

বোয়ালমারীতে বরসা ফাউন্ডেশনের দরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ জন হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করে বেসরকারি এনজিও বরসা ফাউন্ডেশন। বুধবার (৩১ আগষ্ট) ‘বরসা ফাউন্ডেশন’ এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব ভ্যান বিতরণ করা হয়। বরসা ফাউন্ডেশনের আয়োজনে ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সরওয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বরসা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো. মাহাতাব হোসেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১৪ জন দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে এই ভ্যান বিতরণ করা হয়। উপকারীভোগীরা ভ্যান পেয়ে এনজিও ফাউন্ডেশন ও বরসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভ্যান পাওয়া উপজেলার দরিহরিহরনগর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, আমার পরিবার নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো, ভ্যান পেয়ে পরিবারের জন্য আয় করতে পারবো। দু’বেলা ডাল ভাত খেয়ে বাচতে পারবো। বরসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com