শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কোটালীপাড়ায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলজিএসপি-৩ এর অর্থায়ণে ৫৭জন দরিদ্র নারীর মাঝে ৫৭টি সেলাই মেশিন ও ৩৮জন শিক্ষার্থীর মাঝে ৩৮টি বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপ-পরিচালক আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন। কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোঃ রুকুনুজ্জামান, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, ইউপি সদস্য মীরা টিকাদার, মম্মথ রায় বক্তব্য রাখেন। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী স্বর্গীয় মন্ডল ও দোলা বিশ^াস আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে ও যেতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ২০ মিনিটে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারবো। আমাদের অতিরিক্ত এই সময়টা এখন আমরা পড়া লেখার কাজে ব্যয় করবো। কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, গত ১০ বছরে আমার ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়ণে প্রায় ৩শত দরিদ্র নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ সকল নারীরা সেলাই মেশিন দিয়ে কাজ করে তাদের পরিবারে স্বচ্ছলতা এনেছেন। এছাড়া শতাধিক শিক্ষার্থীকে স্কুল-কলেজে যাওয়া আসার জন্য বাইসাইকেল দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com