রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

সারাদেশে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস মোড় এলাকায় রানী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট শাহ্ মো. ওয়ারছ আলী মামুন।এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন প্রমুখ।বক্তারা বলেন, সরকার বিএনপিনেতাদের জুলুম-নির্যাতন করেও ক্ষান্ত হয়নি। তারা এখন বিএনপিকে সভা-সমাবেশ করতেও বাধা দিচ্ছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানিসহ হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু শত নির্যাতন করেও বিএনপিকে দাবায়ে রাখা যাবে না। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি‘র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সমবায় মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য আবু বকর সিদ্দিক বাদল এর সভাপতিত্বে ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য শামিম হাসান রনি মুনসী, ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আবুল ঘরামী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আল-আমীন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মহারাজ, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক রহমান, ইউনিয়ন যুবদল নেতা আবু জাফর শাওয়াল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মনি মুনসী, পৌর ছাত্রদলের আহবায়ক রুবেল আহসান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম ফাহাদ প্রমূখ।
রিপন আনসারী গাজীপুর
গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথকভাবে পালিত হয়েছে। গতকাল দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন। গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন সরকার, মোঃ হান্নান মিয়া হান্নু, আঃ সালাম শামীম, মাহবুবুল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, সরকার জাবেদ আহমেদ সুমন ও রাশেদুল ইসলাম ও গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় মিছিল বের করা হয়। এদিকে গতকাল বিকেলে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগ পৃথক আরেকটি কর্মসূচি পালন করা হয়। এই আলোচনা সভায় ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, যুগ্ম আহবায়ক কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান, মরহুম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির সহ অনেকে।
আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী)
“দীপ্ত শপথে প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গিকার, রুখতে হবে স্বৈরাচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। বুধবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ডোমার বাজার বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে নাট্য সমিতি মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। মাসুৃদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, বিশেষ বক্তা উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সফিঊল বারি বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহবায়ক শরিফুল আলম পাপ্পু, উপজেলা কৃষকদলের আহবায়ক আফজাল হোসেন চৌধুরী হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সকল নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ইতিহাস, গৌরব ও সংগ্রামের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে থানা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠার বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন থানা বিএনপির আহবায়ক আলহাজ্ সাইফুল ইসলাম ডালিম। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায় অধ্যক্ষ সামছুল হক। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম রেজা ডিউক, সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পাঁচবিবি থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইট, মুঞ্জুরুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মুঞ্জুরে মওলা, পাঁচবিবি থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাজু মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক আহসান হাবিব, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিপন আকন্দ, নয়ন প্রধান, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেলসহ থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী, সআলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাণীনগর থানা বিএনপির আহবায়ক মোঃ রোকুনুজ্জামান খাঁন রুকুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান) এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোসারব হোসেন, আহবায়ক কমিটির সদস্য এসএম আল ফারুক জেমস, একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, আব্দুর রাজ্জাক, এসএম মঞ্জুর রশিদ, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম নয়ন খাঁন লুলু, কালিগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুজ্জামান রুবিন, থানা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল, সিরাজ এ আলম সিরাজ, থানা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, সেচ্চাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, থানা শ্রমিক দলের সভাপতি কাজী সাহাবুল আলম, সম্পাদক নাসির উদ্দিন টনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরেবৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা, আজহারুল ইসলাম মানু, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিউল আলম সফি চেয়ারম্যান, সদর, থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, পৌর বিএনপির মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, হেদায়েত হোসেন এলিচ, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, সহ প্রচার সম্পাদক মোফাচ্ছেল হক, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খাঁন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল,সরোয়ার হোসেন সাওন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, স্বেচ্ছাসেবকদলের রিজন, কাজল, আজিজুল মোমিন সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ জাতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াছাত হায়দার টগর, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কিউএম সাঈদ টিটো, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী সামছুজ্জোহা মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসাবে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসৃচি গ্রহন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় মসজিদে দোয়া মিলাদ ও মোল্লাপট্রি বিএনপি-র অস্থয়ী কার্যলয় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল আলম মেলকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ হাই, বাঁশবাড়িয়া ইউনিয়ন বি এন পির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিন হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন খান, বহরমপুর ইউনিয়ন বি এন পির সাবেক সাধারন সম্পাদক জাহিদ হাসান টিটু, বেতাগী সানকিপুর ইউনিয়নের সাধারন সম্পাদক খাইরুল খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মোল্লা, বেতাগী সানকিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, জালাল মেলকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার খান রিকোজ, যুবনেতা আনোয়ার হোসেন আনু, দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসনাইন আহমেদ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আঃ রহি ও দশমিনা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান প্রমূখ।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বুধবার (১লা সেপ্টেম্বর) দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,শাজেদুল করিম খোকন,মোকলেছুজ্জামান হক মুকুল,রাকিব তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজিবিদল আহবায়ক হজরত আহম্মেদ শাকিব,উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ছায়াদুল হক মন্ডল, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আজাহারুল ইসলাম,ময়মনসিংহউত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাকদুল হক মাছুদ,নাদিম সারোয়ার টিটু,তারাকান্দা উপজেলা ছাত্রদল আহবায়ক আলমগীর হোসেন রকি,ওলামাদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাওলানা মোবারক হোসেন, শ্রমিকদ যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ। এ সময় বৈশি^ক মহামারী করোনায় আক্রান্তদের সেবায় করোনা হেল্প সেন্টার থেকে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
আমিনুর রহমান বাবুল পাটগ্রাম (লালমনিরহাট)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপি গতকাল দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে। পৌর বিএনপির আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শহিদুল্লাহ প্রধান উপজেলা বিএনপির আহবায়ক ও শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম প্রধান পৌর বিএনপির সদস্য সচিব মোরশেদ আলম শ্যামল যুগ্ম আহবায়ক হাফিজুল হক প্রধান প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ?্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অন?্যান?্য কর্মসূচির পাশাপাশি বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সকাল ১১টায় পৌর শহরের স্টেশন রোডের বিএনপি মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পি’র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, পৌর বিএনপি’র নির্বাহী সদস্য ওয়াহেদুজ্জামান জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ?্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, কাটলা ইউনিয়ন বি,এন,পি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম, পৌর বিএনপি’র ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি মহিবুব উল এলাহী চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, ৯নং ওয়ার্ড কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক ছানোয়ার হোসেন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন?্যান?্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান। সেইসাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক সকল মামলা প্রত?্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি কেন্দ্র ঘোষিত সকল দলীয় কর্মসূচি পালনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহবান জানান।
সৈয়দপুর প্রতিনিধি
গতকাল ১ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা গৃহিত এ সব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বেলা তিনটায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম- আহবায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াৎ শাহ্, শফিকুল ইসলাম জনি, সামসুল আলম, সদস্য সচিব শাহীন আকতার, বিএনপি নেকা আব্দুল খালেক, বজলার রহমান, জাতীয়তাবাদী যুব দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক তারিক আজিজ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন ও ছাত্রদল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক রেজোওয়ান আকতার পাপ্পু প্রমূখ।
পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা বজলার রহমান দোয়া পরিচালনা করেন। এর আগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী নেতাকর্মীরা অংশ নেন।
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। রাখেন রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব লাইলী বেগম, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, উপজেলা বিএনপির সদস্য আসাদুল্লাহ আসাদ, আবু বক্কর সিদ্দিক মহব্বত সহ উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় নিমতলামোড়ে দলিয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে দলিয় নেতাকমীদের অংশগ্রহনে আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে পথসভায় রুপ ন্যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল সলাম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল প্রমূখ। এসময়, পৌর বিএনপি‘র সাংগাঠনিক সম্পাদক মোস্তাহারুল ইসলাম, সহ-সভাপতি আলাউদ্দিন সরকার,সহ-সভাপতি মুর্তুজা হক শাহ অষ্টিন, সেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব যুবদল জিয়াবুর রহমান, আহ্বায়ক-উপজেলা ছাত্রদল আল আমিন হক পাপ্পু, সদস্য সচিব উপজেলা ছাত্রদল সাজ্জাদ হোসেন সাজুসহ উপজেলা বিএনপি’র নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপি’র আয়োজনে বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলার সদর থানার মোড়ে জেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলিয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,আহবায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা,জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মোহম্মদ গোলাম রসুল, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা. শিরিনা আক্তারসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা করেন। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র মহাসচিব তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। অপরদিকে বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিনটি উপলক্ষে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে সরুইস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামানা দিপু। বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাদীউজ্জামান হিরো,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, কৃষকদলের আহবায়ক আসাবুদৌল্লা জুয়েল, যুগ্ন আহবায়ক জগলুর আলম বুলু, বিএনপির নেতা সহিদুল ইসলাম স্বপন, এ্যাড এস,এম সাজ্জাত হোসাইন, নকিব মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা দলের সম্পাদিকা শাহিদা আক্তার, সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দ্বীপ, মুক্তিযুদ্ধা প্রজম্মদলের ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সরদার রেজাউল হোসেন চল, আলম মোল্লা, মাস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, খায়রুল আজাদ আরজু, যুবদল সহ সভাপতি নাজমুল হুদা, সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, শ্রমিক নেতা তাপস কুমার রায়, হেদায়েতুল ইসলাম, এমডি মহাসিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি’র আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু ম-ল এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রামাণিক, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য-সচিব অপূর্ব লাল সেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম বকুল, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, বেলাল সরকার, মিঠুন চন্দ্র সেন, আশরাফুল হক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবুল বয়ান ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ধামইরহাট পৌর বিএনপি’র আহবায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহবায়ক সদস্য মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. এম.এ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলাদল সভানেত্রী মোসা. মাজেদা বেগম, মহিলাদল নেত্রী মোসা. শাহিনা আক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com