অপরিকল্পিতভাবে বসতবাড়ি ও ছোট ছোট বাঁধ নির্মানের ফলে জামালপুর পৌরসভায় বিভিন্ন কৃষি অধ্যুষিত এলাকায় জলাবদ্ধতার কারণে চাষাবাদ ব্যহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষিকদের দাবির প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী কাছে আর্থিক অনুদান প্রদান করেন। পৌরসভার ১২ নং ওয়ার্ডের বামুনপাড়া গ্রামের আবাদী জমি থেকে বিশাল জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর পক্ষে মেয়রের অনুদান গ্রহণ করেন জলাবদ্ধ জমি মালিক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, কৃষক প্রতিনিধি মিয়ার উদ্দিন, বর্গাচাষী হযরত আলী, মোস্তফা, মতিউর রহমান প্রমুখ। কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ২৪৯ ফুট পাইপ কিনার জন্য এলাকার কৃষকদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়ে অনন্য উদাহরণ তৈরি করলেন বলে সুধীজন অভিমত ব্যক্ত করেন। এই অনুদানের ফলে এলাকার শতাধীক একর জমি আর অনাবাদী থাকবে না। করোনায় ক্ষতিগ্রস্থ চাষীরা আমন ধান উৎপাদন করে ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবে বলে কৃষকরা জানান। জামালপুর পৌরসভার মেয়র জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। অপরদিকে জামালপুর হ্যালো মেয়র টিমের কাছে রাজার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরকরোনা সংক্রমনে আক্রান্ত মূমুর্ষু রোগীদের বাঁচাতে ও সুরক্ষায় জামালপুর উন্নয়ন কর্মসূচি (রাজা)র উদ্যোগে জামালপুর পৌরসভার হ্যালো মেয়র টিমের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। ১ সেপ্টেম্বর আবুল খায়ের গ্রুপের সৌজন্যে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম।
অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম শেলী, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহসভাপতি মঞ্জুরুল এহসান মঞ্জু, সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌস, মানবাধিকার সংগঠক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। উল্লেখ জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জামালপুর পৌরসভা করোনায় মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের সুরক্ষায় হ্যালো মেয়র টিম দ্রুত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছে। চাহিদার তুলনায় সিলিন্ডার কম থাকায় পৌরসভা সমস্যা মোকাবেলা করে আসছিলো। ১০টি সিলিন্ডার পেয়ে সমস্যা নিরসনে ভূমিকা রাখবে বলে পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু মত ব্যক্ত করেন। জামালপুরে উন্নয়নে কর্মসূচি (রাজা)র পক্ষ থেকে পৌর মেয়রের নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে।