কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ভৈষরকোট এলাকায় পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে ছেলে শিশুটিকে দত্বক নিয়ে আগ্রহীরা থানায় ভির করছেন। জানাযায়, বুধবার বিকালে উপজেলার ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশের নির্জন পরিত্যাক্ত জমিতে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী ওই নবজাতক ছেলে শিশুকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু এবং কন্সটেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওই নবজাতক ছেলে শিশুটির চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন ওসি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি)আরিফুর রহমান বলেন, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখমী করে ফেলে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বেড় করার চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবীর জানান, দেবিদ্বার থানা পুলিশ কর্তৃক উদ্ধার কৃত ১ দিনের অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুটিকে আমাদের তত্বাবধায়নে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে তার পুরো শরীলে পোকা মাকরের কামরে ক্ষত সৃষ্টি হয়েছে।