সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চরমোনাই পীর সাহেবের আহ্বানে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টা থেকে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ, সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম মুসফিক, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আশেক মাহমুদ, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে এবং বিপদগামী হচ্ছে। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে পীর সাহেব চরমোনাই’র আহ্বানে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।