নওগাঁর বদলগাছীতে তিনদিন ব্যাপী টার্গেট বল প্রশিক্ষণ ও রেফারিং কোর্স অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ টার্গেট বল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় বদলগাছী লাবন্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২ থেকে ৪ আগস্ট তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ ও রেফারিং কোর্স অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টার্গেট বল ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু, রজত কান্ত গোস্বামী প্রমুখ। কোর্স প্রশিক্ষক হিসেবে ছিলেন মুহাম্মদ মোশারফ হোসেন ও মোঃ মহিউদ্দিন আহম্মেদ। সহকারী কোচ হিসেবে ছিলেন মোতাসসিন বিল্লাহ ও আব্দুন নূর। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ টার্গেট বল ফেডারেশন এর পক্ষ থেকে বল, গোল পোস্ট এবং জার্সি প্রদান করা হয়।