শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান। বোলার মোস্তাফিজ। বাংলাদেশ জিতবে, এটা নিশ্চিত ছিল প্রায়। কারণ খুব বেশি খারাপ না করলে এত রান মোস্তাফিজ দেবে না। কিন্তু পঞ্চম বলে নো বল করে ম্যাচের চিত্র অনেকটাই পাল্টে দিয়েছিলেন মোস্তাফিজ। দুই বলে দরকার ছিল ৮ রান। যা টি টোয়েন্টিতে আহামরি কিছু না। কিন্তু পরের দুই বলে মোস্তাফিজ দেখিয়েছেন তার কারিকুরি। কিছুই করতে পারেননি লাথাম। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পায় চার রানের দারুণ জয়।
ম্যাচ শেষে তাই মোস্তাফিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, মোস্তাফিজের উপর তার আস্থা ছিল। তিনি বলেন, ‘মোস্তাফিজ শেষের দিকেও অবিচল ছিল। তারপরও পঞ্চম বলে এলোমেলো হয়ে যায় কিছুটা। পরে আবার ঠিকই কক্ষপথে ফেরে ও। আমার মোস্তাফিজের উপর আস্থা ছিল। এছাড়া মেহেদীও নতুন বলে ভালো বোলিং করেছে। আমরা খুবই খুশি যে, জয়ের ধারায় আছি।’ ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৩৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংসই বাংলাদেশকে পৌঁছে দেয় চ্যালেঞ্জের জায়গায়।