বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার বঙ্গবন্ধু পাঁচ ম্যাচ টি- ২০ সিরিজের আজ তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচে যথাক্রমে সাত উইকেট ও ৪ রানে সফরকারীদের পরাজিত করে ২-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ টাইগাররা জয়লাভ করতে পারলেই টানা পঞ্চম বার সিরিজ জয়ের রেকর্ড গড়বেন। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে ও অষ্ট্রোলিয়াকে পরাজিত করে চারটি সিরিজ জয়লাভ করে। আজ নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারলে টানা সিরিজ জয়ের সংখ্যা দাঁড়াবে পাঁচএ। তামিম ইকবাল সৌম্যসরকার ছাড়াই দুই ম্যাচ জিতেছে স্বাগতিকরা। যদিও নিউজিল্যান্ডের সেরা একাদশ আসেনি বাংলাদেশে। তাতে কি আন্তর্জাতিক ক্রিকেটে এটা নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন টি- ২০ বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ কোন সিরিজ খেলা। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের টি- ২০ দুটি দল ঘোষনা করেছে। সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি কন্ডিশনের জন্য রয়েছে দেশে। সম্ভববত সেই দলটিই খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ ও ৮ অথবা ৯ সেপ্টেম্বর তাদের বিশ্বকাপ দল ঘোষনা করবে। এক দুইজন বাদে আজকের এই দলই থাকছে চুড়ান্ত স্কোয়াডে। বিবেচনা করা হচ্ছে তামিমকে নিয়েও। তামিম নাকি নিজেই খেলতে রাজি হচ্ছেনা বিশ্বকাপে। তিনি তার জায়গায় জুনিয়রদের সুযোগ দিতে চান। কিন্তু দেশের অধিকাংশ ক্রিকেট ভক্তরা সেটা মানতে রাজি নয়। তাদের ধারনা তামিমের বর্তমান পারফরম্যান্স ভালো যাচ্ছেনা। তাই তামিম ইকবাল সমালোচনার মুখে পরতে চাচ্ছেননা বলেই এরকম কথা ক্রীড়াংঙ্গনে ভাসছে। প্রথম ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৬০ রানে অল আউট করতে সক্ষম হয় ১৫.৫ ওভারে। সেই অতিক্রম করতে বাংলাদেশ ও খেলেছিলেন ১৫ ওভার। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে করে ছিলো ১৪১ রান। নিউজিল্যান্ড ও সমান তালে এগিয়ে যায় শেষ বল পর্যন্ত খেলে ৪ রানে হার মানতে বাধ্য হয়। তার মানে আজও হতে পারে উপভোগ্য সমানে সমান খেলা। তারপরও বাংলাদেশ জয়লাভ করে সিরিজ জিতুক এই প্রত্যাশা এদেশের ক্রিকেট ভক্তদের।