দেশের ইতিহাসে নরসিংদীর বেলাব একমাত্র থানা যেখানে একটি মামলাও মূলতবি নাই। সকল মামলা নিষ্পত্তি করে দেশে রেকর্ড গড়েছে নরসিংদী জেলার বেলাব থানা। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বিষয়টি দৈনিক খবরপত্রকে নিশ্চিত করে বলেন, কর্মকর্তাদের আন্তরিকতা ও বিশ্বস্ততা এবং পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকার কারণেই এমনটি সম্ভব হয়েছে। মামলা জট, তদন্ত আটকে ন্যায় বিচার পেতে বিলম্ব হয় ভুক্তভোগীদের। এতে অনেক সময় নষ্ট হয় মামলার আলামতও নষ্ট হয়। মামলা-জিডি, পুলিশ ক্লিয়ারেন্সের তদন্ত শূন্যের কোঠায় নামিয়ে এনেছে নরসিংদীর বেলাব থানা। জেলায় ইতিহাসে এই প্রথম কোনো থানায় কোনো মামলা, জিডি মুলতবি নেই। শূন্যের কোঠায় আনার বিষয়ে জানতে চাওয়া হলে বেলাব থানা ওসি তদন্ত উত্তম কুমার রায় , জানান মামলার তদন্ত অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত সময়ে অনেক মামলার ক্ষেত্রে ডাক্তারি সনদ, আইনি পরামর্শ, বিশেষজ্ঞ সনদ ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া। বেলাব থানায় কোনো মামলা পরপরই তদন্ত কর্মকর্তারা সরাসরি চিকিৎসকদের নিকট থেকে দ্রুত রিপোর্ট নেন। এ ছাড়া কোনো মামলায় সিআইডি বা অন্য সংস্থার মতামত দরকার হলেও তা যথাসম্ভব দ্রুত পেতে পুলিশের তদারক কার্যক্রম জোরদার করা হয়। বেলাব থানার একজন কর্মকর্তা জানান, গত মাসে বেলাব থানা পুলিশের কাছে ৩০৪টি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আসে। ওই মাসে সবগুলোর তদন্ত শেষ করে রিপোর্ট প্রদান করা হয়েছে। এ ছাড়া আগস্ট মাসে ইনকয়ারি সিøপ নিষ্পত্তি করা হয়েছে ৩৮টি, কোর্ট পিটিশন ৮টি। প্রায় পৌনে দু’লাখ জনগোষ্ঠীর বসবাস বেলাব থানায়। গড়ে এই থানায় মাসে ১৫টি মামলা দায়ের হয়। সাধারণত যেসব মামলা বেশি দায়ের হয় তার মধ্যে চুরি, ডাকাতি ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি। অধিকাংশ মামলা ৩-১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। কোন কারণে তদন্ত বিলম্ব হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয় সংশ্নিষ্ট কর্মকর্তাদের। বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, অটোমেশন পদ্ধতিতে জিডির হাল নাগাদ তথ্য রাখা হয়। সিডিএমএস পদ্ধতিতে শতভাগ মামলা তদন্ত হাল নাগাদ থাকে। জিডি, মামলাসহ কোনো কিছুর তদন্ত মুলতবি নেই দেশের ইতিহাসে এমন থানা বেলাব। মামলার জট কমাতে পারলে জনগণও উপকৃত হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, কয়েক মাসের প্রচেষ্টায় বেলাব থানায় কোনও মামলা মুলতবি নেই। এমনকি পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিশন, কোনো ইনকয়ারি সিøপ ও ম্মারক মুলতবি নেই। নরসিংদীর বেলাব থানায় এসআই রয়েছেন ১০ জন, এএসআই ৯ জন, কনস্টেবল ৩৩ জন ও পুলিশ পরিদর্শক ২ জন। যেহেতু বর্তমান কোনো কর্মকর্তাদের কাছে মামলার তদন্ত নেই তাই তারা দৈনন্দিন পুলিশি কার্যক্রম ও বিট পুলিশিংয়ের ওপর জোর দিচ্ছেন।