জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রান সামগ্রি বিতরণ করেছেন জেলা প্রশাসক মুশের্দা জামান। ৬ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার পৌর শহরের রেলওয়ে উচ্চবিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে ১০৭ জন অসহায় বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, চিড়া, বিতরন করা হয়। এ সব ত্রানবিতরণে এ সময় উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোখলেসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন,জেলা ত্রান ও পুর্ন বাসন অফিসার নায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার একে এম আব্দুল্লাবিন রশীদ, ইউ এইচ এফ পিও ডাঃ আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা এনামুল হাসান, ডাঃ শামিম রায়হান, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, সাংবাদিক মদম ঘোষ, সাংবাদিক তারেক মাহমুদ এবং বিল্লাল হোসেন মন্ডল পি আই ও এনামুল হাসান জানান, ১০৭ জন পরিবারদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবন, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫শ গ্রাম লুডস বিতরণ করা হয়। এছাড়াও বন্যার্ত এলাকায় ১১ মেট্রিকটন চাল ও নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।