বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

শাহজাদপুরে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভা ও দোয়া মাহফিল

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন- এর মৃত্যুতে শোক, স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বণিক সমিতির উদ্যোগে দ্বারিয়াপুর বাজারে এ স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিন আকন্দের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে হাসিবুর রহমান স্বপনের জ্যেষ্ঠা কন্যা ডাঃ ফারজানা রহমান শম্পা তার বাবার ব্যক্তি ও রাজনৈতিক স্মৃতিচারণ করে আলোচনা রাখেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com