কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা প্রশাসনের বাধার মুখেই সরকারি জায়গা দখল করে নির্মিত হচ্ছে ব্যক্তিগত ইমারত। সরকারি জায়গায় কাজ বন্ধ রাখার কথা থাকলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের উত্তর পাশে উপজেলা সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের আবু হানিফ ও উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের হারুন মিয়া নিজেদের মালিকানা জায়গায় সাথে রাস্তার পাশের সরকারি খাস জায়গা দখল করে ইমারত নির্মাণ করছে। জানা গেছে, সড়ক থেকে উত্তর পাশে ১২ ফিট জায়গা সরকারি খাস ভূমি। সড়ক থেকে ১২ ফিট বাদ দিয়ে নির্মাণ কাজ করার কথা থাকলেও দোকানঘর নির্মাণকারীরা সরকারি সেই খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে। স্থানীয়রা জানান, কয়েকবার করে সরকারি লোকজন এসে জায়গা পরিমাপ করে দিয়ে সরকারি জায়গা ব্যতিরেকে নির্মাণ কাজ করার নির্দেশ দিয়ে গেলেও অবৈধ দখল কারীরা সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজ। এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে দোকান মালিক আবু হানিফ বলেন, সরকারি লোকজন এসেছিল, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা নির্মাণ কাজ করছি।” এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, সরকারি ভূমি দখলের চেষ্টাকারীদের সরকারি খাস ভূমি বাদ দিয়ে নির্মাণ কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যদি তারা সরকারি বিধিনিষেধ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখে থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।