জয়পুরহাটের পাঁচবিবিতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ১১ ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পৌর শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রে র্যালী শেষে পাঁচবিবি বালিঘাটা মাল্টি পারপাস সোসাইটির ৩য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ভোজন কুমার মহন্ত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর সভার প্যানেল মেয়র নুর হোসেন ,পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি,এম, আব্দুল হামিদ, সোনালী ব্যাংক লিমিটেড পাঁচবিবি শাখার ম্যানেজার মোঃ তৌফিকুল ইসলাম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, সাধারণ সম্পাদক মোঃ নাদিম মন্ডল। পাঁচবিবি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ভোজন কুমার মহন্ত এর সভাপতির বক্তব্যে বলেন সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, উন্নতিকরণ সহ বাল্যবিবাহ, মাদক, জঙ্গি প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে । বিশেষ করে মাধ্যমিক শিক্ষার মান কে আরও উন্নত করতে প্রতিটি শিক্ষকদের শিক্ষার্থীদের মাঝে আদর্শিক জ্ঞান অর্জন করতে পারে সেই দায?িত্বশীলতার নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক ইউসুফ আলী, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল বারীক সহ মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ।