শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

পাঁচবিবিতে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার-৩

সফিকুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) :
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি-শালাইপুর রাস্তার কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্টসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় একটি আভিযানিক টিম পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের শালাইপুর হতে হিলি গামী পাকা রাস্তার কলন্দপুর নামক ব্রীজ এলাকায় একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ৩টি ধারলো হাসুয়া, ১টি ধারালো সামুরাই, একটি শাবল, ৪টি বাঁশের লাঠি, ১টি নাইলনের মোটা রশি, ৩টি পুরাতন ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার পূর্বক ৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-কালাই উপজেলার ভাটাহার গ্রামের মোঃ আবেদ আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম কারেন্ট(৪৪), পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের মোঃ আলম হোসেনের পুত্র মোঃ ইয়ানুর হোসেন(৩০), উভয় জেলা-জয়পুরহাট, হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নাহিদ শেখ এর পুত্র মোঃ মাহাবুব শেখ(৩৬)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাচশ চন্দ্র দেব বলেন, কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, গরু ব্যবসায়ীর ট্রাকসহ গরু ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, অপহরণসহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে। ইয়ানুর হোসেন এর বিরুদ্ধে ৩ টি ও মাহাবুব শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯ অ তৎসহ পেলালকোড ৩৯৯/৪০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com