শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

বগুড়া করতোয়া নদীতে পোনামাছ অবমুক্ত

আবু সাঈদ বগুড়া :
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বগুড়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে করতোয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক বলেন, মাছের পোনা দেশের সোনা। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি। কোন কাজই ছোট না। মাছ চাষে লজ্জার কিছু নেই। কাজেই আমাদের বাড়ির আশপাশে পুকুর. খাল, বিল, মুক্তজলাশয়, প্লাবনভূমি, সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে বানিজ্যিক ভাবে মাছ চাষ করে আমরা লাভবান হতে পারি। পরিশেষে তিনি বেকার যুবকদের মাছ চাষ করার আহবান জানান। নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্য স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সোমবার সকালে রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থ বছরের অভ্যন্তরীন মুক্তজলাশয়, প্লাবনভূমি, সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। দিন দিন খাল, বিল, মুক্তজলাশয় ও প্লাবনভূমি কমে যাচ্ছে। কাজেই আমাদের যার যেটুকু মাছ চাষযোগ্য জায়গা আছে সেখানে আমরা পোণা মাছ অবমুক্ত করে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাতে পারি এবং বানিজ্যিক ভাবে মাছ চাষ করে লাভবান হতে পারি। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, ফিল্ড সহকারি আঃ রাজ্জাক, রায়হানুল কবির, এরুলিয়া ইউপি লিফ কর্মকর্তা রাকিবুল হাসান, নুনগোলা ইউপি লিফ কর্মকর্তা হাবিবুর রহমানসহ সদর উপজেলা পরিষদ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। রুই, কাতল, মৃগেল ও কালবাউস জাতের ৪শত ৩৩ কেজি প্রায় ১১ মণ পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com