শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

দিনাজপুরে করোনায় আক্রান্ত আরও ৯ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

দিনাজপুরে এক স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ দুইজন নারী, ৬জন পুরুষ এবং একজন শিশুসহ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের বয়স ১৮-৩৫ বছর এবং আক্রান্ত শিশুর বয়স ৯ বছর। রোগীদেরসহ ২০ বাড়ি লোকডাউন করা হয়েছে।

এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জনে দাঁড়ালো। যার মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১০ জন ও শিশু ৩ জন রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৪০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১ জন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ২ জন, সুস্থ হয়েছেন ৬ জন এবং মারা গেছেন একজন।

রবিবার রাতে প্রাপ্ত তথ্যে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ৯ জনের মধ্যে দিনাজপুর সদরের ঈদগাহ আবাসিক এলাকার নারী একজন (৩৫), শেখপুরা ইউপির আদিবাসী পল্লীর মা (৩০) ও শিশু (৯)। বোচাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অ্যাম্বুলেন্স চালক (৩৬) এবং এক নারী চিকিৎসকের স্বামী (৩৮)। এখানে হাসপাতালের কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (২৭), বীরগঞ্জ ইসলামী ব্যায়কের এক গার্ড (১৮), পাল্টাপুরের একজন পুরুষ (৩৪), নিজপাড়ার একজন পুরুষ (২৬)। এখানে ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com