বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আগামী ২০ দিনের মধ্যে স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী

মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ:
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষনা দিয়েছেন প্রধান মন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এর জন্য আমার কাজ শুরু করেছি। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মৃত্যু ও সংক্রমনের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রন আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রন আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ^াস নিচ্ছেন। করোনা নিয়ন্ত্রন এমনিতেই হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে। মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে দেড় কোটি মানুষ দুইডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ৬ কোটি টিকা পাওয়ার চেস্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা, যা আমরা অর্ডার দিয়েছি। আমরা ডাব্লিউএইচওর সঙ্গে আরো ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে ৫ হাজার কোটি টাকা। প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি। জাহিদ মালেক বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮ টি দেশকে লাল তালিকা ভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন সেই লাল তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাজ্য। এটা আমাদের দেশের জন্য সুখবর। এখনো অনেক দেশ টিকা দিতে পারেনি, টিকা দিতে পারেনি বলে মিলেশিয়ার প্রধান মন্ত্রী ক্ষমতা নেই। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা সূচনীয়। পৌর মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ। মতবিনিময় সভায় জাহিদ মালেক আরো বলেন, প্রধান মন্ত্রী ঘোষানা দিয়েছেন গ্রামকে শহর করা হবে। গ্রাম উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। মানিকগঞ্জ পৌরসভার হচ্ছে জেলার ড্রইয়িং রুম। আমার সবাই মিলে সেই ড্রইয়িং রুমকে সাজাতে চাই। এর জন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিশু পার্ক, সোয়ারেজ লাইন, অডিটরিয়াম, আধুলিক ট্রিটমেন্ট,বাসস্ট্যান্ড, পানি সুধানাগার ও পৌর এলাকা বৃদ্ধি করে বেশী মানুষকে সেবা দেওয়া। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বিএনপি জামাত জোটকে সমালোচনা করে বলেন, বিএনপি জামাত সরকারের সময় আমাদের রিজার্ভ ছিলো ৩ হাজার বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এখন আমাদের রিজার্ভ আছে ৪৮ হাজার বিলিয়ন মার্কিন ডলার। এখন আমরা সহজে বিদেশীদের সাহায্য নেয় না বরং আমরা অন্যদেশকে সাহায্য দেই। সেই সক্ষমতা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com