গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া বড়কান্দী দক্ষিণ পাড়া ও মধ্যপাড়া এলাকায় সড়কের ভাঙ্গা আর খানা-খন্দে ভরপুর সড়কের সংস্কার করে দিয়েছেন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।জানা যায় যে চেয়ারম্যানর ব্যক্তিগত অর্থায়নে থেকে ওইসব রাস্তা মেরামত করা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,এ বছর প্রচুর বৃষ্টি হওয়ার ফলে চর বাউশিয়া বড়কান্দী মধ্যপাড়া হইতে দক্ষিন পাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে যায় আবার অনেক জায়গায় রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক জায়গায় পানি ও কাদা জমে থাকে। এতে করে সাধারণ মানুষের চলাচলে বেশ অস্বস্তি সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছিল। রাস্তাগুলোতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। অটোচালক কামাল মিয়া জানান,গ্রামের প্রধান এই রাস্তাটি গত কয়েকদিনে ধরে টানা বৃষ্টি হওয়াতে ভেঙ্গে ব্যবহারের অযোগ্য পড়েছিল।সড়কটি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই সড়ক দিয়ে রিকশা চালানো সম্ভব হয়নি। এতে করে তাদের আয় রোজগার কমে গেছে। রাস্তাটি কর্দমাক্ত হওয়াতে হাটবাজার,স্কুল কলেজ, হাসপাতাল ও জমি চাষের জন্য যাতায়াতে কষ্ট করে আসছিল এলাকাবাসী।এ বিষয়ে বাউশিয়া এম,এ আজহার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেনীর ছাত্রী মুনিয়া আক্তার,দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর এখন খোলা,এ পথ দিয়ে স্কুলে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী রুবেল মিয়া বলেন, সমাজে মিজান চেয়ারম্যান মত অনেক লোক রয়েছে। কিন্তু তারা মানুষের কল্যাণের কথা ভাবেন না। এই এলাকার স্থানীয় সড়কগুলো অনেক পুরাতন। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলেও কেউ খবর নেয়নি। জনপ্রতিনিধি মিজান চেয়ারম্যান জনকল্যাণে এগিয়ে এসে সড়কগুলো ঠিক করে চলাচলের উপযোগী করে দিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ ছিলো। জনগণের চলাচলে অনেক কষ্ট হয়েছে। মানুষের কষ্ট লাঘবের জন্য মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকে রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে মেরামত করা হয়েছে। আমার একাজ চলমান থাকবে।