জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত পৌর কার্যালয় সংলগ্ন দমদমা শ্রী শ্রী রক্ষাকালী বারোয়ারী মন্দির সংলগ্ন মহাশ্মশান চত্বরে ২২’ই সেপ্টেম্বর সকাল ১১.০০ ঘটিকায় মন্দির নির্মাণ সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মন্দির নির্মাণ ও আলোচনা সভায় দমদমা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির আয়োজনে আগাইড় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবু ভজন কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র মোঃ নুর হোসেন, পাঁচবিবি পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু শ্যামল কুন্ডু, জয়পুরহাট জেলা শাখার পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অধ্যাপক পরিতোষ কুমার ঘোষ, পাঁচবিবি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ ব্যাপ্পী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাস, পাঁচবিবি বনিক সমিতির সভাপতি বাবু ভরত প্রসাদ গোয়ালা, পাঁচবিবি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, দমদমা শ্রী শ্রী রক্ষাকালী বারোয়ারী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু সুদেব ঘোষ, উপদেষ্টা বাবু মধুসূদন কুন্ডু প্রমুখ।