রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

নতুন প্রজন্মের কাঠগড়ায় যাতে আমাদের না দাঁড়াতে না হয়-জামালপুরে শিক্ষা সচিব

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

নারীকে মানুষ হিসেবে ভাবতে না পারা, নারী ও শিশুর প্রতি বৈষম্যসহ বহুমাত্রিক নির্যাতনের শিকারে পরিণত করা, বাল্যবিয়ে এবং অন্যান্য সামাজিক ব্যধিগুলো যদি আমরা মূলোৎপাটন করতে না পারি তাহলে ভবিষ্যৎ ও নতুন প্রজন্মের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। শিক্ষকবৃন্দ শুধু বই বা ক্লাশ নির্ভর না থেকে মন থেকে যদি কাজ করতে পারেন তাহলে আমরা সফলভাবে লক্ষ্যে পৌছতে পারবো। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়েল সচিব মোঃ মাহবুব হোসেন কথাগুলো বলেন। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন জেন্ডার সমতায় আমাদের মানসিক দৈন্যতা পরিহার করতে হবে। জেনারেশ ব্রেকথ্রু প্রকল্পটি আমরা সারাদেশে চালু করতে চাই। ২৬ সেপ্টেম্বর জামালপুর সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। এতে অন্যান্যের মাঝে বিশেষজ্ঞ আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একিউএম শফিউল আজম, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক, ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি আশা তারকাল। সম্পদ ব্যক্তি হিসেবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং শিক্ষা সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দিল আপরোজ বিনতে আছির, ইউএনএফপিএ প্রতিনিধি মোঃ মুনির হোসাইন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত এবং জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত কর্মশালায় জামালপুর সদর উপজেলার লক্ষভূক্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলীয় পর্যালোচনার ভিত্তিতে প্রকল্পটির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ উপস্থাপন করা হয়। উল্লেখ, বয়ঃসন্ধিকালিন শিক্ষার্থীদের জন্য জেন্ডার সমতা, জীবন দক্ষতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সংক্রান্ত শিক্ষা ও তথ্য প্রবাহ সহজলভ্য করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সারাদেশের পাঁচটি জেলার মধ্যে জামালপুরেও শুরু হয়েছে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প-দ্বিতীয় পর্যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com