শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

একদলীয় রাষ্ট্র ব্যবস্থার আদলে দেশ চলছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১

একদলীয় রাষ্ট্র ব্যবস্থার আদলে দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গতকাল রোববার (৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সভার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র নেই, নির্বাচন নেই, আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।’ তিনি বলেন, ‘একাত্তরে আমরা একটি মুক্ত সমাজ ও পরাধীন নয় এমন সমাজ চেয়েছিলাম। কিন্তু এখনো এদেশের মানুষের আশা-আকাক্সক্ষা প্রতিফলিত হয়নি। ক্ষমতায় থাকতে সংবিধানকে বিভিন্ন সময় পরিবর্তন করেছে এই সরকার।’ ‘আওয়ামী লীগ জনগণের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না।’
‘সরকার ইসলামের ক্ষতি করেছে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘দাড়ি-টুপি দেখলেই জঙ্গি বলে কত মানুষের ক্ষতি করেছে। পশ্চিমা বিশ্বে মানুষকে জঙ্গি বলে উপস্থাপন করেছে। ইসলাম ধর্মের ক্ষতি করেছে। ধর্মের ওপর বিভিন্ন সময় আঘাত করেছে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয় টেনে তিনি বলেন, ‘মোদী দেশে আসার সময় হেফাজতের প্রায় ২০ জনের মতো নেতাকে হত্যা করা হয়েছে। এভাবে বিনাবিচারে হত্যা করতে পারে না।’
সাম্প্রতিক কয়েকটি ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান জানগণের টাকা নিয়ে নিচ্ছে। কোনো ব্যবস্থাপনা নেই। ঘুম-হত্যা করা হচ্ছে কেউ কিছু বলতে পারছে না। বিনাবিচারে হত্যা চলছে। একটা রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলতে পারে না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তারেক রহমানকেও একই কায়দায় মিথ্যা মামলা দিয়েছে।’ প্রিন্সিপাল মাও. শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমত উল্লাহ ও জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com