দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মরত মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখা “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ^ গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্যা শিশুদের সমসুযোগ, সম-অধিকার, নিজের জীবন পরিবর্তনে আতœবিশ^াসী করে গড়ে তোলার প্রত্যয়ে আন্তজার্তিক কণ্যা শিশু দিবস উদযাপিত হয়। সোমবার সকালে আন্তজার্তিক কণ্যা শিশু দিবসের আলোচনায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি পিয়া দাস সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ড, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাঈদ, নারী গণমাধ্যম কর্মী নার্গিস পরভীন, সমাধান সংস্থার কর্মসুচি সমন্বয়ক মুনুসুর আলী, কপোতাক্ষ মহিলা সংস্থা ও সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভিন শিখা, পরিত্রাণ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমন্বয়কারী রবিউল ইসলাম। আলোচনা সভায় বক্তারা উক্ত দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে কন্যা শিশুদের রাষ্ট্রের গুরুত্বপুর্ণ জায়গায় প্রতিনিধিত্ব করবার জন্য এবং কন্যা শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার স্থানীয় জনগুরুত্বপূর্ন কাজে তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখতে হবে। সভার মধ্যে বাল্য বিয়ে কে না বলার জন্য উপজেলার শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ড উপস্থিত অতিথি এবং কন্যাশিশু এবং ছেলেশিশুদের শপথবাক্য পাঠ করান। আলোচনা সভায় তিনি ঘোষনা দেন যে, সম্পূর্র্ণ অবৈতনিকভাবে বাংলাদেশ শিশু একাডেমী, কেশবপুর উপজেলা শাখায় দলিত কন্যা শিশুদের জন্য গান, কবিতা আবৃত্ত্,ি টিত্রংাকন , নৃত্য , উপস্থিত বক্তৃতার প্রশিক্ষণ করাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা দলিত শিশুদের এ দিনটি উদযাপনের যে উদ্যোগ সেটাকে স্বাতগ জানান এবং উপস্থিত সকল শিশুকে করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য ৫০টি সাবান এবং ৫০টি মাস্ক বিতরন করেন। সভাটি সঞ্চালনা করেন ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস। আলোচনা সভায় মোট ৫৬ জন উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনে অর্ধ শতাধিক কিশোর কিশোরীরা স্বর্ত স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। যার মধ্যে ছেলে ২০ জন এবং মেয়ে ৩৬ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের সাথে পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় ৪ঠা অক্টোবর থেকে ১০ ই অক্টোবর/২১ পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপি সাংস্কৃতিক এবং শিক্ষা মুুলক বিভিন্ন ক্যাম্পেইন কর্মসুচিতে প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস পরিত্রাণ সংস্থার প্রতিনিধিত্ব করেন।