ভারতে করোনাজনিত লকডাউনের মধ্যে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেশেটির দুই রাজ্যে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার সহারানপুর সীমানার কাছে জাতীয় সড়কে সরকারি বাসের ধাক্কায় ৬ শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এরা সবাই হাইওয়ে ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন।
দ্বিতীয় ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হয় ৮ জনের। একটি লরিতে করে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফিরছিলেন শ্রমিকদের একটি দল। পথে মধ্যপ্রদেশের গুনার কাছে বুধবার রাতে লরিটি ধাক্কা মারে একটি বাসে। যার জেরে মৃত্যু হয় ওই আট জন শ্রমিকের। পাশাপাশি অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সপ্তাহে বাড়ি ফেরার পথে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েন ২০ শ্রমিকের একটি দল। সে সময় একটি মালগাড়ি চলে যায় তাদের ওপর দিয়ে। ওই ঘটনায় ১৬ জন নিহত হয়। এর পরেও ঘটে বেশ কিছু সড়ক দুর্ঘটনা। প্রাণ যায় কয়েকজনের। সূত্র: আন্দবাজার
এমআর/প্রিন্স