শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলকের প্রচেষ্টায় বিএডিসির মাধ্যমে ৬৫ কি.মি. খাল পুনঃখনন

সামাউন আলী সিংড়া (নাটোর) :
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

নাটোরের সিংড়ায় ২০২০-২১ অর্থ বছরে আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বিএডিসির পানাসি প্রকল্পের মাধ্যমে ৬৪.৫ কি,মি খাল পুনঃখনন এবং ৩৬ টি ভূ- গর্ভস্থ সেচ নালা সহ এলএল পি ক্ষেত্রায়ন করা হয়েছে। বছরের পর বছর খননের অভাবে খালগুলো মৃতপ্রায় হয়ে গিয়েছিলো। এর কারণে জলাবদ্ধতার কারণে কৃষকদের ধান রোপন করতেও দেরী হতো,ধান লাগানোর পর আকস্মিক বৃষ্টি হলে পুরো মাঠ ডুবে যেতো,ফসল কাটার পর পরিবহন করতেও সমস্যা হতো।এর ফলে কৃষকদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো এবং তারা জমি অনাবাদী রেখে দিতো। ২০২০-২১ অর্থ বছরে স্থানীয় এমপি আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি এই খালগুলো পুনঃখননের উদ্যোগ নেন বিএডিসির মাধ্যমে। এই খাল পুনঃখননের ফলে প্রায় ১৫০০০ একর জমির জলাবদ্ধতা দূর হয়েছে এবং ৮০০০ একর জমি সেচের আওতায় অর্ন্তভুক্ত হয়েছে নতুন করে। কৃষকদের সেচের খরচ সাশ্রয় করার জন্যে ৩৬ টি এলএলপি পাম্প ক্ষেত্রায়ন করা হয়েছে, এর ফলে নদী,খাল বিলের পানি সহজেই ব্যবহার করে কৃষক জমিতে সেচ দিতে পারছে। কুমগ্রাম গ্রামের কৃষক ইউনুস আলী বলেন, খাল খননের কারনে আমরা কৃষকরা অনেক উপকৃত হয়েছি আমাদের ধান আর পানিতে ডুববে না নষ্ট হবে না খাল খননের কারনে আমাদের কষ্ট লাঘব হয়েছে। বিএডিসির সিংড়া জোনের সহকারী প্রকৌশলী শাহ্ কিবরিয়া মাহবুব তন্ময় প্রতিবেদক কে জানান , মাননীয় মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা এবং পানাসি প্রকল্পের প্রকল্প পরিচালকের ঐকান্তিক প্রচেষ্ঠায় ২০২০-২১ অর্থ বছরে সিংড়া উপজেলায় রেকর্ড সংখ্যক ৬৪.৫ কি,মি খাল পুনঃখনন করা হয়, এর ফলে জলাবদ্ধতা দূরীকরণ সম্ভব হয়েছে বহুলাংশে,খননকৃত খালে মাছচাষ এবং হাঁস পালন বিকল্প পেশা হিসেবে কৃষক বেছে নিচ্ছেন,খালের পাড় দিয়ে রাস্তা হওয়ার ফলে কৃষকদের ধানের পরিবহন সহজ এবং অর্থ সাশ্রয়ী হয়েছে।কৃষকদের সেচ খরচ সাশ্রয় এবং ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ভূগর্ভস্থ পাইপ লাইন সহ নদী ও খালে ৩৬ টি এলএলপি(লো লিফট পাম্প) স্থাপন করা হয়েছে। এর ফলে কৃষকদের প্রতি বছর কাঁচা সেচনালা তৈরির খরচ সাশ্রয় হলো এবং এ পদ্ধতিতে পানি কম লাগে বিধায় বিদ্যুৎ খরচও ৫০ শতাংশ কমে এসেছে। ২০২১-২২ অর্থ বছরে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের চাহিদা অনুসারে আমরা আরো ১০০ কি,মি খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছি। ফলল পরিবহন সহজ করা ও কৃষকদের যাতায়ত ব্যবস্থা উন্নত করণের স্বার্থে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশে তিশিখালী মাজার রাস্তা, ইসলবাড়িয়া রাস্তা, নিংগইন রাস্তা,পাঁচপাকিয়া রাস্তায় আরসিসি গোপাট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,এই শীত মৌসুমেই রাস্তার কাজ শুরু হবে।সবগুলো খাল পুনঃখনন শেষ হলে সিংড়া উপজেলায় আকস্মিক বন্যার প্রভাব অনেকটাই কমে আসবে এবং সেচের কাজে ভূপরিস্থ পানি ব্যবহারের একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com