শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে সীতাকু- ব্লাড ডোনার্স সোসাইটি

সীতাকুণ্ড প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

এলিট, কামরুল, সোহেল, সাইফুল,টিপু, মুন্না, নওশাদ , আকবর, বিপু, অপি ও নুর ইসলামসহ ওরা এগারোজন। সকাল থেকে দুপুর। দুপুর থেকে বিকাল। সারাদিনই সীতাকু-ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে চালাচ্ছেন ক্যাম্পেইন। উদ্দেশ্যে একটাই সব শিক্ষার্থী যেন তাদের নিজ রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে। তাছাড়া সরকার ঘোষিত শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড পেতে হলে একজন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় বাধ্যতানূলক। ফলে সীতাকু-ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা যেমন জরুরী ঠিক তেমনি এ সংক্রান্ত ঝামেলাও পোহাতে হচ্ছে অভিভাবকদের। অন্যদিকে বিচ্ছিন্নভাবে রক্তের গ্রুপ নির্ণয় করাতে গিয়ে সঠিক সময়ে সব শিক্ষার্থীর রক্তের গ্রুপ ডাটা সংগ্রহ করতেও হিমশিম খেতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। তাইতো শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানকে ঝামেলামুক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে একদিনেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে দিচ্ছে সীতাকু-ের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকু- ব্লাড ডোনার্স সোসাইটি। ১৮ অক্টোবর সোমবার সকাল নয়টা থেকে সীতাকু- যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করে সংগঠনটি। এদিন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সীতাকু- পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী। যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজমেন্ট এর ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুন। যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির, প্রভাষক জয়নাল আবেদীন, সাহেদা বেগম, হারুন অর রশীদ, সহকারী শিক্ষক পারভীন আক্তার সালেহা বেগম, নাঈমা জাহান, সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজমেন্ট এর ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুন। সীতাকু- ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল এর তত্ত্ববধায়নে অনুষ্ঠিত ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলম, এডমিন আক্তার হোসেন এলিট, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মডারেটর এসকে টিপু, অহিদুর রহমান মুন্না, কার্যকরী সদস্য নজিবুর নওশাদ, অপি পাটওয়ারী, আলী আকবর, আবু তাহের বিপু, আসমাউল হুসনা, সাংবাদিক ইলিয়াস ভূঁইয়া। দিন্যবাপী এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র ৩’শ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগে সংগঠনটি টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১৪১ জন ও বড় দারোগারহাট সিরাজুল উলুম মাদ্রাসার ৩’শ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে। সীতাকু- ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল বলেন, রক্তের গ্রুপ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের সংগঠনের এসব কর্মসূচী অব্যাহত থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলম বলেন, সম্প্রতি সরকার শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ডের উদ্যোগ নিয়েছে। ইউনিক আইডি কার্ডের জন্য প্রত্যক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা জরুরী। রক্তের গ্রুপ নির্ণয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা যেমন বিড়ম্বনায় পড়েছে প্রতিষ্ঠানও পোহাতে হচ্ছে নানা ঝামেলা। তাই অনায়াসে, খুব সহজে, সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে আমাদের এ উদ্যোগ। সীতাকু-ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ কর্মসূচী চলবে। যা সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়ক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com