রাশিয়ায় শুক্রবার নতুন করে ১০ হাজার ৫৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, গতকাল যা ছিল ১২ দিনে সর্বনিম্ন ৯ হাজার ৯৭৪ জন। সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন।
আর ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু একশ ছাড়িয়েছে। ১০৩ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে ২ হাজার ৩০৫ জন।
ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও এই সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দ্য ক্রেমলিন। দেশটিতে নতুন করে আক্রান্ত বেড়েছে মস্কোতে। তাই লকডাউন অন্য শহরে শিথিল হলেও মেয়র সার্জেই সোবিয়ানিন তা রাজধানীতে ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের করোনা পজিটিভ হয়। হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এমআর/প্রিন্স