টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানে অল আউট হয়েছে টাইগাররা। ফলে ধারণা করেই নেয়া যায়, জয় তুলে নেয়া খুব কষ্টকর হবে না প্রোটিয়াদের জন্য। তার মানে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে চূড়ান্ত বিদায়ের অপেক্ষায় বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবারের মতো সাকিবকে ছাড়া টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দশার মধ্যে ছিল বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে হারায় তিন উইকেট। দলীয় রান তখন ২৪। ৩৪ রানে উইকেট পতন পাঁচটি। সব মিলিয়ে বিশ্রী শুরু বাংলাদেশের। এর ধারাবাহিকতা থাকে ইনিংস জুড়েই। পাঁচজন ফিরে যান শূন্য হাতেই। এ পাঁচজনের মধ্যে রয়েছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এই দুজনেরই। এবার নিয়ে ১০ বার শূন্যতে ফিরলেন সৌম্য সরকার, ৮ বার মুশফিকুর রহিম।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে ছিল দুটি পরিবর্তন। একটি পরিবর্তন অবধারিতই ছিল। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিব আল হাসানের জায়গায় একাদশে ঢুকেন শামীম হোসেন। আরেকটি বদল ছিল বেশ চমক জাগানিয়া। একাদশে নেই মোস্তাফিজুর রহমান। সবুজের ছোঁয়া থাকা উইকেটেও তার বদলে নেয়া হয় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। অনুশীলনে পাওয়া চোট থেকে ফিট হয়ে উঠতে পারেননি নুরুল হাসান সোহান।