বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায়-দীক্ষায় উপযুক্ত করে গড়ে তুললেও সরকার আজও বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেয়নি

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি নিয়ে মত বিনিময় সভায় বক্তারা

দিনাজপুরে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তি আদয়ের লক্ষ্যে দিনাজপুর জেলার ৭৩টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গর্ভনিং কমিটির সভাপতিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর মঙ্গলবার ঘাসিপাড়াস্থ এফপিএবি’র মিলনায়তনে প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাচান আলী, সাংগঠনিক সম্পাদক আবু হাসান ও দিনাজপুর বুদ্ধি প্রতবিন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহনেওয়াজ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিদ্যালয় কল্যান সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কালী মেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদিপ চন্দ্র সরকার, মারগাঁও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম, বীরগঞ্জ ভোগনগর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খতিব উদ্দিন, রামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিষ্টন্ন রায়, কাচুনিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম, প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন ও প্রধান শিক্ষক মোছাঃ মর্শেদা খাতুন। বক্তারা বলেন, ২০২০ সালে জানুয়ারী মাসে স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন গ্রহন করলেও সরকার আজও কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেনি। এর ফলে দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারী ও তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। প্রয়োজনে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য আমাদের আন্দোলনেও নামতে হতে পারে। সেজন্য আপনারা প্রস্তুত থাকবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com