শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

রায়গঞ্জে স্বতন্ত্র ও আ’লীগ দলীয় প্রার্থীর সর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১১

প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও আ’লীগ দলীয় প্রার্থীর সর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিংসা নিয়েছেন। বুধবার সকাল ১১ টার দিকে সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন ছানা জানান, নিমগাছি বাজারে তার ঘোড়া প্রতিকের পোষ্টার লাগানোর সময় সরকার দলীয় নৌকা সমর্থকরা বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং নৌকা প্রতিক প্রার্থীর সমর্থকরা তার কর্মিদের উপর হামলা চালায়। হামলায় আহত হন, আব্দুল মালেক মুন্টু(৫৫), সেলিম সরকার(৫০), আব্দুল হালিম(৫৫), রফিকুল ইসলাম(৪০), নুরুল ইসলাম(৬০), ফয়সাল(২৫) ও বুলবুল সরকার(২৮) আহত হয়। সরকার দলীয় নৌকা প্রতিক প্রার্থী আবুহেনা মোহাম্মাদ মেস্তফা কামাল রিপন অভিযোগ করে জানান, পোষ্টার লাগানোর সময় নৌকা প্রতীক ও আ’লীগ সরকারের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এনিয়ে তার সমর্থকরা প্রতিবাদ করলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তার কর্মীর উপর হামলা চালিয়ে চারজনকে মারপিটে আহত করেন। আহতারা হলো সাইফুল ইসলাম খোকন(৩৫), গোপাল গুন(২২), সোহেল রানা(৩০) ও শ্যামল কুমার মালী(৩২)। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় নিমগাছি বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি জানান, উভয় পক্ষকে নির্বাচনি আচরন বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com