শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

মুক্তির তালিকায় ১২ ছবি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

প্রায় দেড় বছর ধরে স্থবির বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। মহামারী শুরু হওয়ার পর দুবার হল খুললেও বন্ধ ছিল বেশ কয়েক মাস। করোনা পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। সিনেমা হলও খুলেছে। তার পরও সেভাবে দর্শক টানতে পারেনি সিনেমা হলগুলো। এ কারণে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমাও মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে। কিন্তু বছরের শেষ সময়ে এসে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। বাড়ছে সিনেমা হলে ছবি মুক্তির সংখ্যা। বছরের শেষ দুই মাসে মুক্তির তালিকায় আছে ১২টি সিনেমা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির দেয়া তালিকা অনুযায়ী নভেম্বরে পাঁচটি ও ডিসেম্বরে সাতটি ছবি মুক্তির জন্য তারিখ নিয়েছে। তালিকা অনুযায়ী ৫ নভেম্বর মুক্তি পাবে এফআই মানিক পরিচালিত ‘এদেশ তোমার আমার’। অমি বনি কথাচিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ডিপজল, দিতি, সোহেল রানা, রোমানা, আলীরাজ ও জায়েদ খান। নভেম্বরে মুক্তি পাবে দুটি ছবি ‘তোর মাঝেই আমার প্রেম’ ও ‘রেহানা মরিয়ম নূর’। তোর মাঝেই আমার প্রেম ছবিটি পরিচালনা করেছেন এমকে জামান। প্রযোজনা করেছে টিএইচ মাল্টিমিডিয়া। এর প্রধান চরিত্রে আছে রাফাত রউফ, রোজ, হাবিব খান, রেবেকা ও শাঙ্কু পাঞ্জা। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে আসা রেহানা মরিয়ম নূর পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। প্রযোজনা করেছে মেট্রো ভিডিও।
নীরব-প্রিয়মণি জুটির ‘কসাই’ ছবিটি মুক্তি পাবে ১৯ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ছবিটি গত ৯ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও করোনার কারণে হল বন্ধ হয়ে যাওয়ায় মাত্র দুদিন চলেছিল। তাই পুনরায় মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
‘আয়না’ মুক্তি পাবে ২৬ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। মোহনা মুভিজ প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, আঁচল, আমান রেজা, তানহা মৌমাছি, বড়দা মিঠু ও সুব্রত। তবে ২৬ নভেম্বর রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘নোনাজলের কাব্য’ মুক্তির ঘোষণা দিয়ে রেখেছে। ছবিটি এখনো প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ নেয়নি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তিশা ও শতাব্দী ওয়াদুদ। ছবিটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।
ডিসেম্বরের প্রথম শুক্রবার তথা ৩ ডিসেম্বর মুক্তি নিশ্চিত করেছে দুটি ছবি। ‘ছিটমহল’ ও ‘অবাস্তব ভালোবাসা’। ‘ছিটমহল’ পরিচালনা করেছেন এইচআর হাবিব। প্রযোজনা করেছে কমন হোম এন্টারটেইনমেন্ট। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, মুরাদ ও ডন। ‘অবাস্তব ভালোবাসা’ পরিচালনা করেছেন কাজল কুমার। এসএ চলচ্চিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মাহিয়ান চৌধুরী। ৩ ডিসেম্বর মুক্তির ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে বিগ বাজেট সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তবে ছবিটি এখনো প্রযোজক সমিতি থেকে মুক্তির জন্য তারিখ নেয়নি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটির প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ ও ঐশী। এটি প্রযোজনা করেছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেক্টিভ ক্লাব।
ছবিটির পরিবেশক দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, আমরা ছবিটি সেন্সরে জমা দিয়েছি। ছাড়পত্র পেলেই মুক্তির তারিখের জন্য আবেদন করব। আমরা ৩ ডিসেম্বর আসছি এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ মুক্তি পাবে ১০ ডিসেম্বর। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ, শিশির, ফখরুল বাশার, মাসুম আজিজ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। এটি প্রযোজনা করেছে আকার। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে দুটি ছবি ‘বিয়ে আমি করবো না’ ও ‘পরানের পাখি’। রকিবুল আলম রকিব পরিচালিত ‘বিয়ে আমি করবো না’ ছবির প্রধান চরিত্রে আছেন তানহা তাসনিয়া, ইমন, কাজী হায়াৎ ও বড়দা মিঠু। এটি প্রযোজনা করেছে মোহনা মুভিজ। খোরশেদ আলম খসরু পরিচালিত ‘পরানের পাখি’ প্রযোজনা করেছে ভীর জ্বারা ফিল্মস। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরমান, শীতল, ডন, লামিয়া ও সুব্রত। ২৪ ডিসেম্বরও মুক্তি পাবে দুটি ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘আগামীকাল’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া, মিথিলা, আলীরাজ, সুব্রত, রেবেকা ও মারুফ। অন্যদিকে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ প্রযোজনা করেছে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মম, ইমন, টুটুল, শতাব্দী ওয়াদুদ ও সূচনা আজাদ।
দুই মাসে ১২ ছবি মুক্তির বিষয়টিকে মন্দের ভালো হিসেবে দেখছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘আমাদের অধিকাংশ সিনেমা হল এখনো বন্ধ। এর মধ্যে দুই মাসে এতগুলো ছবি মুক্তি আমাদের জন্য ভালো খবর। কিন্তু এর মধ্যে ভালো ছবির বেশ অভাব রয়েছে। সিনেমা হলে দর্শক ফেরাতে আমাদের ভালো ছবি দরকার। কারণ ভালো ছবি না হলে ব্যবসা হবে না। তবে আশা করছি এ ছবিগুলো ভালো ব্যবসা করবে। ফলে নতুন নতুন প্রযোজক আসবেন ছবিতে বিনিয়োগ করতে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com