শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

সেনবাগে পৌর নির্বাচনে মেয়র পদে- ৩ এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নোয়াখালীর সেনবাগে আগামী ২৮নভেম্বর ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই আসন্ন ইউপি ও পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। গত ২নভেম্বর ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩জন। তারা হলেন-পৌর সভায় বর্তমান মেয়র আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবু জাফর টিপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেনবাগ কলেজের সাবেক ভিপি আবু নাছের ভিপি দুলাল ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মজিবুল হক। উনারা তিন জনই আওয়ামীলীগের নৌকার মনোনয়ন চেয়েছিলেন। এছাড়া সেনবাগ পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে মোট ৪৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে সেনবাগ উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে ২ নং.৫ নং. ও ৭নং ইউনিয়ন বাদে বাকী ৬টি ইউনিয়নের নির্বাচনর পৌরসভার সাথে আগামী ২৮নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার সহ মোট ৩ শ ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার বিকেল ৫টায় মনোনয়ন পত্র দাখিলের সময় শেষে স্ব স্ব নির্বাচনী এলাকার রিটানিং অফিসারগন এ তথ্য নিশ্চিত করেন। আমাদের প্রতিনিধি মোঃ হারুন জানান, সেনবাগ পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১১জন ও ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২ শত ৪৪ জন,সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৬৪ জন প্রার্থী মনোনয়ন পত্রদাখিল করেছেন। এদের মধ্যে ৩জন সাংবাদিক ও রয়েছেন, তারা হলেন- সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, তিনি সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর, সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনেনায়ন দাখিল করেছেন সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবতার ফেরীওলা এম এ আউয়াল, এছাড়া ডমুরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন দৈনিক যুগান্তরের সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবে না, কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে সেনবাগের বিভিন্ন ইউনিয়নে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রদাখিল করেছেন। সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপিনয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি সমর্থিত ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান, আওয়ামীলীগের দলীয় মনোনিত নৌকার প্রার্থী সোহরাব হোসেন সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম কন্টেকটর(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনিত প্রার্থী মাহমুদুল হাসান, মোঃ আলী হোসেন (স্বতন্ত্র),মো: মোখলেছুর রহমান (স্বতন্ত্র),মোঃ আবুল খায়ের (স্বতন্ত্র)। ৩নং ডমুরুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী শওকত হোসেন কানন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এয়াছিন কন্টেকটর,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকের আহম্মেদ, বিএনপির সমর্থিত জহিরুল ইসলাম কামাল (স্বতন্ত্র), মোঃ শাহ আলম ভুঁইয়া(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনিত প্রার্থী আলী উল হক। ৪নং কাদরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী কামরুজ্জামান পলাশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভুইয়া ও মোঃ মোবারক হোসেন মামুন (স্বতন্ত্র)। ৬নং কাবিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। উনারা হলেন- বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী মো: আজাদ হোসেন, বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান মমিন উল্ল্যা মমিন, জেলা পরিষদ সদস্য বিএনপির সমর্থিত জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক দুলু (স্বতন্ত্র),সাবেক ছাত্র ও যুবলীগ নেতা সাইদুজ্জামান স্বপন(স্বতন্ত্র) ও জামাত সমর্থিত নিজাম উদ্দিন (স্বতন্ত্র)। ৮নং বীজবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন,আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আলমগীর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন কাজল (স্বতন্ত্র),আবুল কাশেম(স্বতন্ত্র), জান্নাতুল ফেরদাউস(স্বতন্ত্র), জামাত সমর্থিত হারুনুর রশিদ (স্বতন্ত্র), জাকের পার্টির মনোনিত মো: সাহাব উদ্দিন। ৯নং নবীপুর ইউনিয়নে বীজবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান আমিন উল্ল্যা বিএসসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী খাজা খায়ের সুজন, সাবেক চেয়াররম্যান আবদুল ওহাব (স্বতন্ত্র) সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন সোহেল(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, সামছল হক(স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ও ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com