সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

গোপালপুরে গণঅধিকার পরিষদের র‌্যালি ও সমাবেশ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বাংলাদেশ গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ও টাঙ্গাইলের কৃতিসন্তান সদ্যকারামুক্ত নেতা শাকিল উজ্জামানকে পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহব্বায়ক নির্বাচিত করায় গোপালপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হেমনগর গ্রামীণ ব্যাংক মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে সমাবেশে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, নবনির্বাচিত যুগ্ম আহবায়ক শাকিল উজ্জামান, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান শাওন, জেলা যুব অধিকার সদস্য শামিমুর রহমান, জেলা যুগ্ম আহব্বায়ক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবাব আলী, গোপালপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. রনি, যুগ্ম আহব্বায়ক নাছির হোসেন প্রমূখ। এ সময় শাকিল উজ্জামান বলেন, আমি যখন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুমের স্বীকার হয়ে দীর্ঘ ৫ মাস জেলে ছিলাম। তখন আপনারাই আমার মুক্তির জন্য বার বার রাজপথে আন্দোলন করছেন। গণ মানুষের অধিকার আদায়ের জন্য অধিকার পরিষদ গঠিত হয়েছে। বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়া সংগঠন। বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রতিটা কমিটি অন্যায়, অবিচার শোষণ, বৈষম্যের বিরুদ্ধে এক একটা খুটি হিসেবে কাজ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com