শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

গজারিয়ায় বৃক্ষরোপণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

গজারিয়া উপজেলার গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(জিস্ট) প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মাননীয় ফজিলাতুন নেসা ইন্দিরা এম,পি। শনিবার উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার প্রথম কারিগরি প্রতিষ্ঠান গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন তিনি। গজারিয়া উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়ে, পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সড়ক হতে আলীপুরা মিয়াবাড়ী পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন, দুপুরে ভবেরচর ইউনিয়নে ভিটিকান্দি খেলার মাঠের উন্নয়ন কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ,দুঃস্থ মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণ চেক বিতরণ, ভিটিকান্দি আশ্রয়ণ পরিদর্শন প্রকল্প-২ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফরিদা পারভীন, যুগ্মসচিব মোসা: ফেরদৌসী বেগম, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, জেলা প্রশাসক নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ড.আব্দুল মান্নান সরকার। জেলা আওয়ামী লীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক,গজারিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, বালুয়াকান্দী ইউঃপিঃ চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, জেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাজমুল হোসেন প্রমুখ। এ সময় মাননীয় মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, গজারিয়ায় এই প্রথম এই কারিগরি প্রতিষ্ঠানটির জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com